Monday, December 16, 2013

খনার বচন - সুপারীতে গোবর, বাশে মাটি

"সুপারীতে গোবর, বাশে মাটি
অফলা নারিকেল শিকর কাটি।"

ভাবার্থ: সুপারী গাছের গোড়ায় গোবর (জৈব সার) আর বাশের গোড়ায় মাটি বেশী থাকলে তা ফলনের জন্য ভালো। আর ডাব বা নারকেল গাছে ডাব না হলে সেই গাছ কেটে ফেলাই ভালো।
দি বুনিস পটল
তাতে তোর আশার সফল।
ব্যাখ্যাঃ বেলে মাটিতে পটলের ফলন সবচেয়ে ভালো হয়। - See more at: http://www.nagorikblog.com/node/3613#sthash.PSI7YXZe.dpu

খনার বচন - শোনরে বাপু চাষার পো

"শোনরে বাপু চাষার পো
সুপারী বাগে মান্দার রো।
মান্দার পাতা পচলে গোড়ায়
ফড়ফড়াইয়া ফল বাড়ায়।"

ভাবার্থ: মান্দর গাছে প্রচুর পাতা হয় এবং একটা নিদৃষ্ট সময় পর সেই পাতা ঝরে পরে। সুপারী বাগানে মান্দর গাছ লাগালে তার পাতা পচে ভালো জৈবসার হয়, এর ফলে সুপারি ফলন ভালো হয়।

খনার বচন - পটল বুনলে ফাগুনে

"পটল বুনলে ফাগুনে
ফলন বাড়ে দ্বিগুণে।"

ভাবার্থ:
ফালগুন মাসে পটল চাড়া বুনলে ভাল ফলন পাওয়া যায়।

খনার বচন - আষাঢ়ে পনের শ্রাবণে পুরো

"আষাঢ়ে পনের শ্রাবণে পুরো
ধান লাগাও যত পারো।"

ভাবার্থ: আষাঢ় মাসের ১৫তারিখ থেকে শ্রাবণ মাসের শেষ দিন পর্যন্ত ধান লাগানোর উপযুক্ত সময়।

খনার বচন - কপালে নাই ঘি

"কপালে নাই ঘি,
ঠকঠকালে হবে
কি!"
ভাবার্থ: নিঃষ্ঠুর নিয়তি। ভাগ্যে না থাকলে কিছুই পায়া যায় না।
ব্যাখ্যাঃ নিঃষ্ঠুর নিয়তি। ভাগ্যে না থাকলে কিছুই পায়া যায় না। - See more at: http://www.nagorikblog.com/node/3613#sthash.PSI7YXZe.dpuf

খনার বচন - উত্তর দুয়ারি ঘরের রাজা

"উত্তর দুয়ারি ঘরের রাজা
দক্ষিণ দুয়ারি তাহার প্রজা।
পূর্ব দুয়ারির খাজনা নাই
পশ্চিম দুয়ারির মুখে ছাই।।"

খনার বচন - বিপদে পড় নহে ভয়

বিপদে পড় নহে ভয়
অভিজ্ঞতায় হবে জয়